Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
ইউনিয়ন প্রকল্প
Details

ভূলতা ইউনিয়ন এর বিভিন্ন প্রকল্পর কাজ করা হয়। এর মধ্যে উল্লেখযো্গ্য হচ্ছে মাটির রাস্তা নির্মান, রাস্তায় সিসি ঢালাই, রাস্তার পাশে আর.সি.সি গাইড ওয়াল নির্মান, ড্রেনেজ ব্যবস্থা নির্মান, পুকুরে ঘাট নির্মান, বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মন্দির সংস্কার এবং ভূলতা ইউনিয়ন পরিষদ কে নিরাপদ ও বিশুদ্ধ পানির আওতায় আনার জন্য ভূলতা ইউনিয়ন এর প্রতিটি গ্রামে সাব মার্সেবল পাম্প স্থাপন করে পানির টাঙ্কি স্থাপন করে পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। উপরোক্ত প্রকল্পগুলোর অর্থায়ন এলজিএসপি, টিআর, কাবিখা, হতদরিদ্রদের জন্য ৪০দিনের কর্মসূচী, এবং ভূমি হস্তান্তরের ১% কর উল্লেখযোগ্য।