নং | দর্শনীয় স্থানের নাম ও বর্ননা | কিভাবে যাওয়া যায় |
০১ | দেওয়ান মাসুম খা এর মাযার। | ভূলতা গোলচত্বর হতে মাছুমাবাদ দিঘীরপাড়। |
০২ | মাছুমাবাদ বড় দিঘী। এই দিঘীর মাঝে ছোট একটি দ্বীপ আছে। | ভূলতা গোলচত্বর হতে মাছুমাবাদ দিঘীরপাড়। |
০৩ | মাছুমাবাদ গ্রামের ঐতিহ্যবাহী মিঠা পুকুর। এই পুকুরের পানি কোন ভাবেই সেচা যায় না বলে স্থানীয়দের মধ্যে মতবাদ প্রচলিত আছে। পানি নি:স্কাশন শুরু হলে যখন পানি অর্ধেক হয় তখন অটোমেটিক মেশিন নষ্ট হয় বা বিভিন্ন সমস্যা হয়।যা অতি আজব! এই পুকরটি দেওয়ান মাছুম খাঁন খাবার পানিয় এবং গোসলের জন্য খনন করেন। এটি কবে খনন করা হয় তা সম্বন্ধে সঠিক কোন ধারনা পাওয়া যায়নি। তবে স্থানীয় দের মতে ১৫০০খ্রিষ্টাব্দের দিকে এটি খনন করা হয়েছে বলে তারা বিশ্বাষ করে। কথিত আছে এই পুকুরের পানি খুবই মিষ্টি ছিল তাই এই পুকুরের নাম মিঠাপুকুর রাখা হয়েছে। | ভূলতা গোলচত্বর হতে মাছুমাবাদ দিঘীরপাড় এর নিকটেই অবস্থিত। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS