কাঠমালতি বাগান দেখলে মনে হবে চা বাগান কিন্তু এটি ভূলতা ইউনিয়ন এর মাছুমাবাদ, দিঘীরপাড়, মিয়াবাড়ি, মুইরাব, হাটাব ইত্যাদি এলাকার বিস্তির্ন এলাকা জুড়ে রয়েছে এই কাঠমালতির বাগান।এই কাঠ মালতি ফুলের কলি মহিলা এবং ছোট ছোট বাচ্চার প্রতিদিন সকালে সংগ্রহ করে সংগ্রহ করার দৃশ্যটি ও দেখার মত দেখলে মনে হবে চা শ্রমিকরা চা বাগান থেকে চা সংগ্রহ করছে। কলি সংগ্রহের পর মালা তৈরী তাদের হাতেই তৈরী হয় কাঠমালতি কলির মালা যা গাজরা নামে পরিচিত। উক্ত মালা তারপর চলে যায় ঢাকা সহ সারা দেশে যা বিভিন্ন অনুষ্ঠানে নারীদের অতি পছন্দনীয় একটি জিনিস। যে কোন অনুষ্ঠানে এই গাজরা খোপায় না দিলে সাজটাই যেন পুরোপুরি হয় না। এই কাঠমালতি বা গাজরার ব্যবসার সাথে অত্র ইউনিয়নের বহু লোক জড়িয়ে আছে। এ ব্যবসার মাধ্যমে অনেকেই জিবীকা নির্বাহ করছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস