ভূলতা ইউনিয়ন পরিষদ হইতে পাঁচ কিলোমিটার দুরে ভূলতা হাটাব রাস্তার প্রান্ত বিন্দুতে হাটাব বাস্তার পারটেক্স গ্রুপ সংলগ্ন শীলতলক্ষ্যা নদীর মনোরম পরিবেশে এই বিদ্যালয়টি অবস্থিত। সম্প্রতি পারটেক্স গ্রুপের আর্থিক সহায়তায় বহুকক্ষ বিশিষ্ট এল আকৃতির তিন তলা ভবন নির্মান করা হয়েছে যা ৩০/১০/২০১৪ইং তারিখে উদ্ভোধন করা হয় এবং উক্ত ভবনটির নাম দেওয়া হয়েছে আম্বার ভবন। উক্ত বিদ্যালয়ের সামনে রয়েছে খেলার মাঠ। বিদ্যালয়ের মোট জমি ১.৬৪ একর। বিশ্রামাগার, পাঠাগার, বিজ্ঞানাগারের ব্যবস্থা রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস