মাছুমাবাদ ঐতিহাসিক দিঘী
ভূলতা ইউনিয়ন এর ৩নং ওয়ার্ড এর মাছুমাবাদ গ্রামে অবস্থিত এই বিশাল দিঘীটি। দিঘীটি কবে এবং কখন খনন করা হয় তা সম্বন্ধে প্রকৃত ইতিহাস বা তেমন কোন তথ্য কারো জানা নাই। তবে এলাকাবাসি এবং ঐতিহাসিকদের মতে বাংলার বার ভূইয়া প্রধান ঈসা খাঁন এর প্রধান সিপাহসালার দেওয়ান মাছুম খাঁন কাবলী আনুমানিক ১৫০০খ্রিষ্টাব্দের কিছু পূর্বে এটা খনন করেন স্থানীয়দের পানিয় জলের অভাব দুর করার জন্য। এই দিঘীটি প্রায় ৭৫বিঘা জমির উপর অবস্থিত। দিঘীর মাঝখানে যে দ্বিপটি রয়েছে তাতে যাতায়াতের জন্য দিঘীর পশ্বিম পাশে একটি রাস্তা ছিল যা বিগত ১৯৮৬-১৯৮৭সনে দিঘীটি সংস্কার করার সময় ঐ রাস্তাটি কেটে ফেলা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস