Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
মাছুমাবাদ দিঘী
বিস্তারিত

মাছুমাবাদ ঐতিহাসিক দিঘী

ভূলতা ইউনিয়ন এর ৩নং ওয়ার্ড এর মাছুমাবাদ গ্রামে অবস্থিত এই বিশাল দিঘীটি। দিঘীটি কবে এবং কখন খনন করা হয় তা সম্বন্ধে প্রকৃত ইতিহাস বা তেমন কোন তথ্য কারো জানা নাই। তবে এলাকাবাসি এবং ঐতিহাসিকদের মতে বাংলার বার ভূইয়া প্রধান ঈসা খাঁন এর প্রধান সিপাহসালার দেওয়ান মাছুম খাঁন কাবলী আনুমানিক ১৫০০খ্রিষ্টাব্দের কিছু পূর্বে এটা খনন করেন স্থানীয়দের পানিয় জলের অভাব দুর করার জন্য। এই দিঘীটি প্রায় ৭৫বিঘা জমির উপর অবস্থিত। দিঘীর মাঝখানে যে দ্বিপটি রয়েছে তাতে যাতায়াতের জন্য দিঘীর পশ্বিম পাশে একটি রাস্তা ছিল যা বিগত ১৯৮৬-১৯৮৭সনে দিঘীটি সংস্কার করার সময় ঐ রাস্তাটি কেটে ফেলা হয়।