Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ভূলতা

কালেরস্বাক্ষী বহনকারী রূপগঞ্জ উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো ভূলতা ইউনিয়ন। কাল পরিক্রমায় আজ ভূলতা ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয়অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।  

ক) নাম–  ভূলতা ইউনিয়নপরিষদ।

খ) আয়তন – ২৩৬৪ একর

গ) লোকসংখ্যা – ৪৯,৯৭৬ প্রায়

ঘ) গ্রামের সংখ্যা– ২৩টি (ভোটার লিষ্ট অনুযায়ী)।

ঙ) মৌজার সংখ্যা– ৮টি।

চ) হাট/বাজার সংখ্যা-২টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম– বেবী, সিএনজি/রিক্সা।

জ) শিক্ষার হার– ৮৫%।

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৬টি,

    বে-সরকারী রেজিঃপ্রাঃবিদ্যালয়- ০১টি,     

    উচ্চবিদ্যালয়ঃ২টি,

    মাদ্রাসা- ২টি।

    কলেজ- ১টি।              

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান–মোহাম্মদ আরিফুল হক ভূইয়া

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয়স্থান- ২টি।

ট) ঐতিহাসিক/পর্যটনস্থান– নাই।

ঠ) ইউপি ভবন স্থাপনকাল– ১৬/১০/২০০৬ইং।

ড) নবগঠিতপরিষদের বিবরণ–

  ১) শপথগ্রহণেরতারিখ– ১১/১১/২০২১ইং

  ২) প্রথমসভারতারিখ– ০৬/০১/২০২২ইং

  ৩) মেয়াদউর্ত্তীনেরতারিথ– ১৮/০২/২০২৬ইং

ঢ)গ্রামসমূহেরনাম– ১। আতলাশপুর, ২। হাটাব, ৩। মিঠাব, ৪। মাছুমাবাদ, ৫।দিঘীরপাড়, ৬। ঠাকুর বাড়ির টেক, ৭। ফকিরের দর্গা, ৮। লাভরাপাড়া, ৯।পাড়াগাঁও, ১০। ছোনাব, ১১। মুইরাব, ১২। ভায়েলা, ১৩। মিয়াবাড়ি, ১৪। পাচাইখা,  ১৫। নাহাটি, ১৬। ভূলতা, ১৭। মর্ত্তুজাবাদ, ১৮।টেকপাড়া, ১৯। মাঝিপাড়া, ২০। আউখাব, ২১। সোনাব, ২২। ভান্ডাব,২৩। বলাইখাঁ, (ভোটার তালিকা অনুযায়ী)

 

 

ণ) ইউনিয়ন পরিষদ জনবল–

               ১) নির্বাচিত পরিষদ সদস্য– ১৩জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব– ১জন।

               ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ– ১০জন।