পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লি:
পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লি: ভূলতা ইউনিয়নে তাদের শাখা অফিস, এজেন্ট এবং বুথ দ্বারা তাদের কার্যক্রম পরিচালনা করছে ।
বিভিন্ন পলিসি
এখানে বিভিন্ন ধরনের পলিসি রয়েছে। যেমন – হোল লাইফ ইন্সুরেন্স পলিসি, এ লিমিটেড পে লাইফ ইন্সুরেন্স পলিসি, এন এনডোমেন্ট লাইফ ইন্সুরেন্স পলিসি, টার্ম লাইফ ইন্সুরেন্স পলিসি এবং হেলথ ইন্সুরেন্স পলিসি প্রভৃতি। এছাড়া এখানে স্বল্প মেয়াদী পলিসিগুলোর মধ্যে রয়েছে হেলথ ইন্সুরেন্স পলিসি এবং দীর্ঘ মেয়াদী পলিসির মধ্যে রয়েছে হোল লাইফ ইন্সুরেন্স, টার্ম লাইফ ইন্সুরেন্স, এনডোমেন্ট লাইফ ইন্সুরেন্স প্রভৃতি উল্লেখযোগ্য। স্বল্পমেয়াদী হেলথ পলিসির মেয়াদ ৫ বছর এবং এর মোট প্রিমিয়াম ২০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা পর্যন্ত হয়। এই পলিসির প্রিমিয়াম কিস্তিতে দেওয়া যায় না। অর্থাৎ সম্পূর্ণ টাকা এককালীন পরিশোধ করতে হয়। এই পলিসির টাকা মৃত্যুর পর ফেরত দেওয়ার কোন ব্যবস্থা নেই। শুধুমাত্র চিকিৎসা খরচ আজীবন বহন করা হয়। পলিসি করা থাকলে আয়করের ক্ষেত্রে ১০% ইনকাম ট্যাক্স রিভেট করা হয়। এছাড়া উল্লেখযোগ্য দীর্ঘমেয়াদী পলিসিগুলোর মধ্যে রয়েছে হোল লাইফ, লিমিটেড পে লাইফ, এনডোমেন্ট, টার্ম লাইফ প্রভৃতি পলিসি। এসকল পলিসির প্রিমিয়াম ১,০০,০০০ টাকা থেকে ৮০,০০,০০০ টাকা পর্যন্ত হয়। এর মেয়াদ ২০ থেকে ৩০ বছরের জন্য এবং হোল লাইফ এর মেয়াদ সারা জীবনের জন্য হয়।
পলিসি পরিচালনা
পলিসি খোলার জন্য নিজের ১ কপি ছবি এবং জাতীয় পরিচয় পত্র লাগে। প্রিমিয়ামের কিস্তির টাকা অফিসে এবং বীমা প্রতিনিধিকারীর কাছে জমা দেওয়া যায়। মোট ৩টি কিস্তি প্রদানে বিলম্ব হলে পলিসি বাতিল হয়ে যায়। তবে ৩ বছরের মধ্যে বিলম্ব হলে মূল টাকা ফেরৎ দেওয়া হয় না। ৩ বছর অতিবাহিত হওয়ার পর কিস্তি প্রদানে বিলম্ব হলে শুধু মূল টাকা ফেরৎ প্রদান করা হয়। পলিসি সম্পর্কে মোবাইল, ফোন এবং ইন্টারনেট এর মাধ্যমে তথ্য জানা যায়।
দাবী নিষ্পত্তি
জীবন বীমার ক্ষেত্রে মৃত্যুর ১ মাসের মধ্যে মৃত্যু হলে পরিশোধ করা হয়। এর জন্য মৃত্যু সার্টিফিকেট এবং চেয়ারম্যান সার্টিফিকেট দাখিল করতে হয়।
বিবিধ
প্রত্যেক শাখাতেই শীতাতপ নিয়ন্ত্রণ ও অগ্নি নির্বাপন এর ব্যবস্থা রয়েছে। এছাড়া নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধার জন্য নিজস্ব জেনারেটর এর ব্যবস্থা রয়েছে। পলিসি সম্পর্কিত সকল কাগজপত্র কুরিয়ার এর মাধ্যমে পলিসি হোল্ডারদের কাছে পৌঁছানো হয়।
ঠিকানা
এটির প্রধান কার্যালয়ের ঠিকানা হল – পিপলস ইন্সুরেন্স ভবন, ৩৬, দিলকুশা বাণিজ্যিক এলাকা, (৪র্থ তলা), মতিঝিল, ঢাকা – ১০০০। ফোন: ৯৫৬২২৩৭।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস