ভূলতা ইউনিয়ন পরিষদটি ১৯৬৬ইং সনে স্থাপিত হয়। যা ভূলতা মৌজার আর,এস ১৫৩৪, ১৫৩৫, ১৫৩৬,নং দাগে অবস্থিত। ১। মোসলেহ উদ্দিন, ২। উত্তম চন্দ্র গোপ, ৩। জ্ঞান চন্দ্র গোপ, এবং ৪। দেবেন্দ্র চন্দ্র শিল এর জমি। পরবর্তীতে উপরোক্ত মোসলেহ উদ্দিন এর ঐকান্তিক চেষ্টায় এবং ২। উত্তম চন্দ্র গোপ, ৩। জ্ঞান চন্দ্র গোপ, এবং ৪। দেবেন্দ্র চন্দ্র শিল ভারত চলে যাওয়ায় তাদের সম্পত্তি ভেষ্টেট সম্পত্তি হিসাবে গণ্য হওয়ায় উক্ত পরিত্যক্ত ভূমির উপর পরিষদটি স্থাপন করা হয়েছে। বিগত ১৫/০৮/২০০৪ইং তারিখে নতুন কমপ্লেক্স ভবন নির্মান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস