মর্ত্তুজাবাদ দারুল উলুম ফাজিল মাদরাসা
নারায়ণগঞ্জ জেলার ভূলতা ইউনিয়ন এর অর্ন্তগত ৭নং ওয়ার্ডের মর্ত্তুজাবাদ গ্রামে মাদরাসাটি স্থাপিত হয় ১৯৬০সনে যা প্রথম স্বীকৃতি ২২/১২/১৯৬৩ইং সনে। ঢাকা-সিলেট মহাসড়ক এর ভূলতা গাউছিয়া মার্কেট থেকে এক কি:মি: পশ্চিমে ভূলতা-মুড়াপাড়া পাকা রাস্তা সংলগ্ন স্থানে মাদরাসাটি অবস্থিত।
মাদ্রাসাটি স্থাপিত=১৯৬০ইং
প্রথম স্বীকৃতি আলিম স্তর পর্যন্ত =২২/১২/১৯৬৩ইং
ফাজিল স্তর=০২/০৮/১৯৭৮ইং
পাবলিক পরীক্ষার কেন্দ্র স্থাপন= ১৯৯৩ইং
প্রতিষ্ঠাতা অধ্যক্ষ = মরহুম আলহাজ্ব মাও: সিরাজুল হক সিদ্দিকী
প্রতিষ্ঠাতা= মরহুম আলহাজ্ব গোল বক্স ভূইয়া
প্রতিষ্ঠা লগ্ন থেকে অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকা দ্বারা পাঠদান, পাবলিক পরীক্ষার ফলাফল সন্তোষজনক। প্রতি বছরই জিপিএ ৫ প্রাপ্ত হয়। গড়ে পাশের হার সন্তোষজনক।
বর্তমান পরিচালনা কমিটি ২৮/০৬/২০১২ইং হইতে ২৭/৬/২০১৫ইং পর্যন্ত ০৩ বৎসরের জন্য অনুমোদিত হয়েছে।
কমিটির সভাপতি পদে আছেন- অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও উন্নয়ন), নারায়ণগঞ্জ।
সহ-সভাপতি- আলহাজ্ব হারুন অর রশিদ ভূইয়া
সদস্য(অভিভাবক) আলহাজ্ব মো: আব্দুল বাতেন মোল্লা
সদস্য(অভিভাবক) আলহাজ্ব মো: জয়নাল আবেদীন
সদস্য(অভিভাবক) মো: আবুল হোসেন ভূইয়া
সদস্য(শিক্ষক প্রতিনিধি) আলহাজ্ব কারী মো: রহমত উল্লাহ
সদস্য(শিক্ষক প্রতিনিধি) মো: জাকির হোসেন
সদস্য(শিক্ষক প্রতিনিধি) মো: আবুল হক মিঞা
সদস্য(বিদ্যুৎসাহী) ভাইস চ্যান্সেলর কর্তৃক মনোনীত- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, রূপগঞ্জ।
সদস্য সচিব- অধ্যক্ষ্য, মর্ত্তুজাবাদ ফাজিল মাদ্রাসা।
২০১০-১০০%
২০১১-৮০.৩৫%
২০১২-৭৫.৫৪%
২০১৩-৯০%
কামিল শ্রেনী খোলা
ঢাকা সিলেট মহা সড়ক, ভূলতা (গাউছিয়া) মার্কেট হইতে ১.০০ কি.মি পশ্চিমে মুড়াপাড়া ভূলতা পাতা রাস্তা সংলগ্ন।
আবু নোমান মো: বোরহান উদ্দিন
অধ্যক্ষ
মর্ত্তুজাবাদ ফাজিল মাদ্রাসা
মর্ত্তুজাবাদ, ডাকঘর-ভূলতা
উপজেলা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।
মোবাইল-০১৮১৯৪৭২৮৪৫
E-mail-mfm-112523@gmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস