ভূলতা ইউনিয়ন পরিষদ হইতে পাঁচ কিলোমিটার দুরে ভূলতা হাটাব রাস্তার প্রান্ত বিন্দুতে হাটাব বাস্তার পারটেক্স গ্রুপ সংলগ্ন শীলতলক্ষ্যা নদীর মনোরম পরিবেশে এই বিদ্যালয়টি অবস্থিত। সম্প্রতি পারটেক্স গ্রুপের আর্থিক সহায়তায় বহুকক্ষ বিশিষ্ট এল আকৃতির তিন তলা ভবন নির্মান করা হয়েছে। উক্ত বিদ্যালয়ের সামনে রয়েছে খেলার মাঠ। বিদ্যালয়ের মোট জমি ১.৬৪ একর। বিশ্রামাগার, পাঠাগার, বিজ্ঞানাগারের ব্যবস্থা রয়েছে।৩০/১০/২০১৪ইং তারিখে পারটেক্স গ্রুপ এর অর্থায়নে তিন তলা বিশিষ্ট নতুন একটি ভবন নির্মান করা হয় যার নাম দেওয়া হয়েছে আম্বার ভবন।
সরকার কামিজা খাতুন ও রমজান মোল্লা সাহেব এর দানকৃত জমির উপর এ.বি.এম বেলায়েত হোসেন ও অনেকের অর্থদানে বিদ্যেৎসাহী ব্যক্তিবর্গের পরিকল্পনায় ১৭৯৩ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১/৯/১৯৭৫ইং তারিখে ৮ম শ্রেণী, ০১/০১/১৯৮১ইং ৯ম শ্রেনী এবং ১/১/১৯৮২ইং সনে ১০ম শ্রেনী পর্যন্ত অনুমোদন লাভ করে।
বর্তমান পরিচলানা পরিষদের সভাপতি পদে আছেন পারটেক্স গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব শওকত আজিজ রাসেল সাহেব। পরিচালনা পর্ষদ ১০/০১/২০১৫ইং পর্যন্ত কার্যকর থাকবে।
২০০৯ইং ৭১.৪৩%
২০১০ইং ৬৮.৭৫%
২০১১ইং ৯৮.২১%
২০১২ইং ৭৬.২১ইং%
২০১৩ইং ৯৮.২১%
২০০৯ ইং এস.এস.সি পরীক্ষায় ১জন গোল্ডেন মোট দুইজন A+
২০১০ইং মোট দুইজন A+
২০১১ইং মোট তিনজন A+
২০১২ইং তিন জন গোল্ডন A+ সহ মোট ৮জন A+
এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগীতায় কৃতিত্ব অর্জন।
সরকারের কাঙ্গিত শিক্ষানীতির বাস্তবায়নের লক্ষ্যে যুগোপযোগী ও মানসম্মত তথ্য প্রযুক্তি নির্ভর বাস্তবমুখী শিক্ষাদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি কে দেশের অন্যতম বিদ্যাপীঠ হিসাবে গড়ে তোলা।
ভূলতা বাস ষ্টেশন হতে সিএনজি, রিক্সা সহ সকল প্রকার যানবাহনে হাটাব বাজার ও পারটেক্স সুগার মিল সংলগ্ন অত্র বিদ্যালয়টি অবস্থিত।
যোগাযোগ
মীর মো: জায়দুল ইসলাম
প্রধান শিক্ষক
আদর্শ উচ্চ বিদ্যালয়, মিঠাব
ডাকঘর-মাছুমাবাদ, উপজেলা-রূপগঞ্জ,
নারায়ণগঞ্জ।
মোবাইল-০১৭১২৫৪৬৬০৭
মো: রনি ভূঞা ২০০৯ইং
মো: মিজানুর রহমান ২০০১
মো: শাহাদাত হোসেন ২০১০ ইং
মো: ইমন, , আতিক-২০১১ইং
শ্যামলী আক্তার, সুমা আক্তার, সায়মা, জিহাদুল ইসলাম-২০১২ইং
মুত্তাসিন বিল্লাহ-২০১৩
মইন(৭ম ক) ২০১৩ইং
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস