Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কি কি সেবা পাবেন

ইউআইএসসি থেকে প্রদানকৃত তথ্য সেবাঃ

 

অনলাইন: ইউআইএসসিতে ইন্টারনেট সংযোগ থাকায় ইউনিয়নের যে কোন ব্যক্তি সারা পৃথিবীর সাথে যোগাযোগ স্থাপনসহ দেশি ও বিদেশি বিভিন্ন ওয়েব সাইট থেকে প্রয়োজন অনুযায়ী যে কোন তথ্য অনলাইনে মাধ্যমে খুঁতে পেতে সক্ষম হবে। এ ছাড়াও সুলভ মূল্যে পাওয়া যাবে-

(1)   ই-মেইল আদান-প্রদান, ইন্টানেট ব্রাইজিং করা, ভিডিও কনফারেন্সিং, ভিডিও প্রদর্শনী, ফটোতোলা;

(2)   স্কুল, কলেজ, মাদ্রাসার এমপিওভূক্ত তথ্য, এসএসসি/এইচএসসিসহ বিভিন্ন পরীক্ষার ফলাফল;

(3)   সরকারের বিভিন্ন বিভাগের তালিকা ও কর্মপরিধি, পরিসংখ্যান ব্যুরো এবং বিভিন্ন জরিপ;

(4)   প্রাকৃতিক দুর্যোগের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির বিবরণ এবং বিভিন্ন কর্মসংস্থান বিষয়ক তথ্য;

(5)   কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন ও মানবাধিকার, কর্মসংস্থান, বাজার, মাটি পরীক্ষা, সার, কীটনাশক, মাছ চাষ, ভূমি রেজিস্ট্রেশন প্রভৃতি বিষয়ে পরামর্শ।

অফলাইন : এ তথ্যভান্ডারে থাকবে-

(1)   বিভিন্ন সরকারি ফরম, সরকারি সার্কুলার, বিধি, বিজ্ঞপ্তি এবং বিভিন্ন ডকুমেন্ট;

(2)   জন্ম নিবন্ধন, ভোটার তালিকা হালনাগাদকরণ, নাগরিত্ব সার্টিফিকেট;

(3)   কম্পিউটারে কম্পোজ করা, স্ক্যানিং করা, প্রিন্টিং করা, লেমিনেটিং করা, মোবাইল ফোন ব্যবহার করা;

(4)   মাল্টিমিডিয়া প্রজেক্টর ভাড়া নেয়া, কম্পিউটার প্রশিক্ষণ, বিভিন্ন দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষন ব্যবস্থা ইত্যাদি।

(5)   ইউনিয়ন পরিষদের সেবাসমূহ এবং জনগণের মৌলিক অধিকার সম্পর্কিত তথ্য;